স্বপ্নপূরণের আভাসে জেগে উঠে বিবর্ণ প্রাণ!
খুঁজে ফিরে অনিন্দ্য ছন্দ পেতে মুক্তির ঘ্রাণ।
আকাশ জুড়ে লেগেছে বিশ্রী ঘনকালো মেঘ!
বাড়বে বায়ুর গতি, বেড়ে যাবে ঝড়ের বেগ!
হাতে আর নেই বেশি ক্ষণ, মিটলে প্রয়োজন;
সময় বদলে গেলে দেখো, বাড়বে আলোড়ন।
আলোকিত হবে ঘর কেটে যাবে আতঙ্ক-ডর,
প্রশান্ত মোহনায় দেখা হবে, থেমে যাবে দর।


নিরাশ ছিল যারা কেতন তুলেছে তারা শীর্ষে
পেয়েছে পথের খোঁজ! মিলবে আগামী বর্ষে।
দূরে নয় মোহনা যেখানে বসবে মিলন মেলা
নোঙর ফেলবে সহচর, মিছিলে আসা ভেলা।
ছড়াবে নতুন আলো, তাড়িয়ে সমুদয় কালো-
বজ্রমুষ্টি তুলে বলবে উচ্চস্বরে দীপন জ্বালো।