গুটি গুটি পায়ে হেঁটে যাই খাদের কিনারে!
সামনে-পিছে সতর্ক পাহারা দেয় মৃত্যুদূত!
আশা-নিরাশার দোলাচলে আগত ভবিষ্যৎ!
এলোমেলো ঝড়ে মন মাঝে জাগে সংশয়!
তেড়ে আসছে বিপত্তি! পাকড়াও করে যদি
অক্টোপাসের মত! করবে ইচ্ছেমত বিক্ষত!
তবুও ফিরে না হুঁশ চলতেই থাকি অবিরত,
মূর্খের মত বিভ্রান্ত হলে-হতে হবে নিন্দিত!


সময়ও নেই বাকি! কারে যে কোথায় রাখি!
সকলেই চায় শুধু, তাদেরকেই কাছে ডাকি,
অথচ, বলছে সবাই, এযে আমরা-আমরাই!
সবাইকে বাদ দিয়ে! করি না কি খাই-খাই!
আসল-নকল নাই! সকলেইতো ভাই-ভাই!
কি হবে দ্বন্দ্ব করে, নাই যদি বাঁচে বাড়িটাই!