গল্পের ছলে মনের কষ্টে ওরা কত কথা বলে!
ভিজে যায় আঁখির পাতা হৃদের পুঞ্জিভূত জলে।
বাড়েনি বেতন-ভাতা, বাড়ছে খরচ পলে পলে!
দৈন্য রুখে দিতে, পয়সা নেই বাঁধা এ আঁচলে!


তাই তো সঙ্কিত! আগামী জীবন নিয়ে সর্বদা!
বাড়ে যদি আরো বেশি ক্লেশের তাড়না খোদা!
বাঁচবে কি আব্রু! উজানে চলছে তরণী সভয়ে
দ্রুত না টানলে লাগাম, কিযে হবে দুঃসময়ে!


পাগলা ঘোড়ার মত অনিয়ন্ত্রিত পণ্যের বাজার!
তবুও, নজর কাড়তে পারে নারে দরদী রাজার!
দিকভ্রান্ত জনগণ আজ, করছে শুধু আহাজারি!
কেউ বা চুরির টাকায় চালায় দামী দামী গাড়ি!


পরিবেশ দেখে মনে হয়, যেন কারো দায় নাই!
আমরা অসহায় যারা, তারা শুধু মর্মপীড়া পাই!
চোরের কষ্ট নাই! তবু, নিয়তই করে খাই খাই!
ভরসা এখন শুধুই বিধাতা, দয়াময় দাতা সাঁই।