গন্ধম ফলের মত অজস্র লোভনীয় বিষয়গুলো
হাজার বার দাঁড় করায় শরীয়তের কাঠগড়ায়,
ইচ্ছে করে স্রোতের টানে ভেসে যাই ভূ-স্বর্গে!
হারিয়ে যাই সেই সেথায়, বারণ আছে যেথায়!


বাসনা জাগে ভিড়ে যেতে আনন্দ মেলার মাঝে
কুড়িয়ে নিতে সব সুখ, দেখি না লুকোনো দুখ,
হাতছানি দিয়ে যায় নয়ন রঁজন ময়ূরপঙ্খি নাও
স্বপ্নের মোহনায় ছুটে চলে আশাবাদী কিছু মুখ!


মাঝে মাঝে মনে হয়, এ বুঝি সেই পুলসিরাত;
যার ওপারে দাউ দাউ করে জ্বলছে অগ্ন্যুত্পাত!
কখনো মনে হয়, এটা বুঝি আমার মনের ভুল;
ডুব দিয়ে দেখি, হতেও তো পারে আবেহায়াত!


কি এক নেশা টেনে নিয়ে যেতে চায় সেই খানে
যেথায় অহমিত পুষ্পস্তবকে কেউ স্বাগত জানায়,
যেখানে আমিত্ব প্রকাশ পায় রঙবাহারী ছলনায়!
মোহাচ্ছন্নতা এসে ভুলিয়ে দেয় আদর্শের অন্তরায়।


আবার যখন ফিরে আসি আমার আমিতে আমি
কেটে যায় মোহান্ধতা ভেঙ্গে যায় ক্ষণিকের ভুল,
বিনিময় করতে চাই বর্তমানের সাথে আগামীকে
তাই তো ফিরে আসি বিধানের অন্তঃপুরে আমূল।