শিক্ষা অর্জনের বিনিময়ে সম্ভ্রম খোয়াতে হলে
শিক্ষার্থীর হৃদয়ে পুঞ্জীভূত হবে বেদনার ছাপ!
নৈতিক অবক্ষয়ের নির্মম থাবায় মনটা হারাবে
জীবনের পবিত্রতা, বাড়বে সমাজে দ্রুত পাপ!


হৃদয় মাঝে শরম লুকিয়ে রেখে হয় না কাজ!
পিশাচের ছবি ভাসে সদা মনো-মাঝে দৈনিক!
সবাই নির্বাক হলেও, শয়তানের মত অন্ধ নয়;
উঠেছে নিনাদ! আসলে ওরা দানবের সৈনিক!


তাই বুঝি লেগেছে ঈশান কোণে আঁধার মেঘ!
উঠে যদি ঝড়! ভাঙ্গবেই ঘর! ছড়াবে আতঙ্ক!
তখন দেখবে চোখে সরষের ফুল-ফুরাবে রঙ্গ!
মিলাতে পারবে না আর জীবনের কঠিন অঙ্ক!


তবুও কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকে মানুষ মর্তে!
স্মৃতির আঘাতে নিয়মিত ছাড়ে শুধুই দীর্ঘশ্বাস!
ক্ষমতার দাপটে যারা কলঙ্ক এঁকে দেয় ললাটে-
তারাই মান্যবর হয়ে সবাইকে ভাবে দূর্বাঘাস!