যুদ্ধ যুদ্ধ খেলায় অপরিমেয় রক্ত চাই;
তাতে বিশুদ্ধ-অশুদ্ধ বলে কোন কথা নেই!
যুদ্ধ করে কি কেউ মহান হন?


তবে, স্রষ্টার শত্রুকে ধ্বংস করে যিনি
শান্তির সুপথ রচনা করে দেখান,
বিনিময়ে চান না তিনি মর্ত্যে স্বর্গোদ্যান-
তিনি অনন্য; তিনি অনুকরণীয় উদাহরণ।


মানুষ অকৃতজ্ঞ আর ঈর্ষা পরায়ন!
ভোগের সাগরে অবগাহন করে চায়
স্বার্থপরের মত স্বর্ণ খচিত রাজসিংহাসন!
সুখের বিকল্প কোন প্রকল্প করে না গ্রহণ!
আপন আচরণে রেখে যায় বিচ্যুতির প্রমাণ!


ইতিহাসের পাতাগুলো উল্টিয়ে দেখ;
সেখান থেকে কিছু সত্য নিয়ে হৃদয়ে মাখো,
তখনই বুঝবে তুমি কতটা মহান!


কেন করো স্বার্থোদ্ধারে রক্তের অপচয়?
দুর্বিনীতের মুক্তি অতোটা সহজ নয়।