গুম খুনের আতঙ্ক কবি মনকেও প্রভাবিত করে;
কারণ শব্দগুলো সন তারিখ সহই
ইতিহাসের পাতায় বিরাজিত হবে।
কবিরা তো সমাজ বিচ্ছিন্ন কিছু নয়,
তাই আসামীর কাঠগড়ায় তারা দাঁড়াবে কেন?
সুশাসনের দাবী যদি পালা বদলের
খেলাকে অনিবার্য করেই তোলে,
কবিরা কি জড় পদার্থের মত
আবর্জনার স্তুপে আশ্রয় নেবে!
কবিতারও কক্ষপথ আছে-
আছে গতি আর নিজস্ব শক্তি;
কবি যেমন প্রেমের পূজারী
তেমনি বিপ্লবের কান্ডারীও বটে!
তবে আদর্শচ্যুত হতে বিবেকের দংশন থাকবে;
কবি তো স্বপ্নেরই ফেরিওয়ালা,
রংধনুর রঙ আর পুষ্পের সুবাস ছড়ায়।
হন্তারকের আশীর্বাদে কবি কক্ষচ্যুত হবে কেন?
দুঃস্বপ্নের ছায়াপথে স্বর্গের সিঁড়ি নেই;
প্রেমের কুঞ্জই যদি দখলবাজের আখড়া হয়!
তবে ভালবাসার কবিতাগুলো দাঁড়াবে কোথায়?