সোনার শরীর এলিয়ে দিয়ে
ময়ূরপঙ্খী খাটে,
সুখের জোয়ার দেখলে একা
মন যমুনার ঘাটে!


আলোর ঝরণা ছড়িয়ে দিল
প্রসন্নতার বন্যা,
আহা! কি ধন্য রংমহলার
চন্দ্রমুখী কন্যা।


প্রশান্ত আকাশ ভরিয়ে দিলে
বিদ্বেষেরই বিষে,
বিজলীর আদলে বসলে এসে
স্বর্ণা ধানের শীষে!


পাল্কি তখনো যায়নি ফিরিয়া
অভিশপ্তের ঘরে,
কাঁপিয়া উঠিল অন্তর তোর
নাট্যকলার জ্বরে!


মৌন সমীরে উঠিল নীরবে
প্রলয়ংকরী ঝড়,
মোহনা ভেঙ্গে চৌচির হলো
বিচূর্ণ হলো ঘর!