শত্রুকে মিত্র ভাবিয়া করিয়াছি বড়ই ভুল
যার চোখে নগণ্য আমি, যেন পথের ধূল!
অযথাই সৌরভ চাই, নয়তো বাগের ফুল
অকারণেই হয়েছিলাম, তার তরে ব্যাকুল!


আসিনি তো এই সংসারে চিরদিনের তরে
প্রমাণ হবে সেটাই সত্য, যখন যাব মরে!
মাঝে মাঝে সুপ্ত ব্যথা আবার জেগে উঠে
রঙ্গালয়ের কত নাটক হৃদয় কাননে ফুটে!


সখের সীমানা বিস্তৃত ঢের স্বার্থের সমরে
লোভের কাছে বশীভূত ওরা ঘৃণ্য বাসরে,
প্রতিটি পদেই বিপদের ঘ্রাণ, বিবর্ণ চত্বরে
দুষ্টচক্র লুকিয়ে আছে সকলের অগোচরে!


মহাকালের পরিসংখ্যানে নগণ্য কিছু কীট
অনন্ত ইচ্ছা যদিও, কুঁজোয় ঠেকেছে পিঠ!
মহাসঙ্কট ওদের সৃষ্টি, সাজিয়াছে পোদ্দার
আসলেই ওরা মানবশত্রু অবনীর গাদ্দার!