ঈদের মেলায় যাবে খোকা
কিনবে হাতের ঘড়ি,
চশমা পড়ে ফিরবে বাড়ি
থাকবে হাতে ছড়ি।


চাচা-মামায়, ফুফু-খালায়
যোগান দিবে টাকা,
কিনবে কত খেলনা সাথে
তৈরী সেসব ঢাকা।


আনবে কত মিঠাই মন্ডা
ছোট বোনের তরে,
তাইনা দেখে হাসবে খুকু
শান্তি বাড়বে ঘরে।


ঈদের খুশি দেখেই পুষি
আহ্লাদে আটখান,
তামাম উঠান ঘুরে ঘুরে
গাইছে কত গান!


পায়জামা আর পাঞ্জাবী
পড়ে যখন খোকা,
রওনা দিল ঈদের মাঠে
মৌলভি সে পাকা।


মা-জননী বিদায় দিলো
আতর-সুর্মা দিয়ে,
কত মিষ্টি পায়েস জর্দা
হাসিমুখে খেয়ে।