ঈদ এসেছে ঈদ এসেছে
চাঁদের পিঠে চড়ে,
খুশির জোয়ার বইছে দেখ
বিশ্ব ভুবন জুড়ে।


রং বেরঙের পোশাক পড়ে
ঘুরবে সোনামনি,
মোমিন মনে নেই ভেদাভেদ
গরিব কিংবা ধনী।


ঈদ জামাতে পড়বে নামাজ
সকল মুসলমান,
নামাজ শেষে ধনী যারা
করবে অর্থ দান।


ঈদগাহ মাঠে শিশুর দলে
করবে রে উৎসব,
রং বেরঙের উড়িয়ে বেলুন
করবে কলরব।


হাসি মুখে বাড়ি ফিরেই
সেমাই পায়েস খাবে,
বাবা মাকে সালাম করে
ঈদ সেলামী পাবে।