ইবরাহিম (আঃ)'র ‌ত্যাগের কারণে
খুশি হ'লো দয়াময়,
বনের পশুরে মেনে নিল খোদা
ঈমানের হ'লো জয়।


সেই থেকে সবে উৎসব করে
ঈদ-উল-আযহার নামে,
কোরবানী করি মানুষ দেখাতে
লক্ষ টাকার দামে।


মনের পশুরে লালন করিয়া
বনের পশুরে মারি!
খোদাকে ত্যাজিয়া নাজাতের আশা
বল কার কাছে করি?


প্রভূর দাস হয়ে প্রভূ সেজে বসি
হুঙ্কার ছেড়ে বাহাদুরি করি!
ইচ্ছার কাছে মাথা নত করে
নরকের পথ ধরি!


পরম্পরায় কোরবানী করি
বিধান মানতে হারি,
প্রতিযোগিতার ফান্দে পড়িয়া
টাকা ঢালি কাঁড়ি কাঁড়ি!


গরীব-ফকির ঝারি খেয়ে ভাগে
রিক্ত হস্ত নিয়ে,
ডিপ ফ্রিজ কিনি গোস রাখিবারে
হারাম অর্থ দিয়ে!


বাহবা কুড়াতে সব কিছু করি
করি না তো কোন ভয়,
লাজ-লজ্জার করি না পরোয়া
সব কিছু করি জয়!


কোটি কোটি টাকা খরচ করিয়া
স্বর্গ বানাতে চাই!
মরণেরে শুধু পারি না হারাতে
আফসোস এইটাই!