ভোরের মিষ্টিরোদে আয়েসে বসে এককাপ
গরম চায়ে ঠোঁট ভেজানোর মজাই আলাদা!
চারপাশের গাছগুলোতে নানা সুরে ডাকছে
কত রঙের পাখির ঝাঁক কতই না আনন্দে!
মনটা কেমন যেন প্রশান্তির কাছে চলে যায়!
স্বচ্ছ আকাশে উড়ে আসে ছেঁড়া ছেঁড়া মেঘ;
বাকবাকুম ডাকা পায়রাগুলোও কি স্বাচ্ছন্দে
ঘুরছে সারা উঠোন জুড়ে ভীষণ নির্ভাবনায়!
একটু আদর পেতে বিড়ালটা ঘেঁষলো পাশে।
মনটা ভালো হয়ে গেল ওর মত সাথী পেয়ে-
ফুরফুরে মেজাজটা চায়ের কাপে চুমুক দিয়ে
উড়ে চলে গেল দিগন্ত পেরিয়ে স্বপ্নের দেশে!
বড় ভালো লাগে স্মৃতির সাথে হারিয়ে যেতে,
জীবনটা যদি এভাবেই কেটে যেত সারাক্ষণ!