আমার দীপ্ত হৃদাকাশে বর্ণচোরা এসে
সমুদয় চাঁদের আলো করেছে শোষণ!
শুভ্রতার সেখানে আর নেই বিচরণ!
মাতমে হয় না আর করুণা সৃজন!


ইতিহাস ব্যঙ্গ করে সবুজ-লাল ঘিরে
বিনিদ্র রজনী জুড়ে পীড়িত করে যম!
জগদ্দল পাথরের মত অসত্য-অবিরত
বন্ধ করে দিতে চায় সুখ হারা দম!


আমাকে ক্ষমা করো, হে প্রিয় জনগণ;
আকাশে চেয়ে দেখো, লেগেছে চন্দ্রগ্রহণ!
খুঁচিয়ে দিলে ব্যথা! প্রেম ছিল প্রহসন!
হৃদয়ে মরীচিকা! ভুয়া ছিল আয়োজন!


মুক্তির আবহ নেই! ব্যথিতরা অশান্ত;
বাতাসে দ্রোহের ঘ্রাণ, অরক্ষিত দিগন্ত!
সৃষ্টিকে আগে চেন, চেন তার স্রষ্টাকে
সত্য সমাগত প্রায়, উল্লসিত দ্বারপ্রান্ত।