গুরু গুরু শুরু হলো মেঘের নিনাদ
শুরু বুঝি হবে ঝরা বৃষ্টি,
ধূলিকণা-আবর্জনা মুক্ত হবে কল্মষ
প্রশান্ত হবে অশান্ত সৃষ্টি!


মিঠা মেঘে বয়ে গেছে অনেক সময়
কাটেনি হৃদে জমা ক্লান্তি,
বয়ে যাক ঝড় বায়ু সাথে নিয়ে বর্ষণ
ধুয়ে মুছে যাক সব শ্রান্তি।


আসুক সবুজ পাতা, ঝরে যাক জীর্ণ
বেগবান হবে ঢিলা-মন্থর,
আলেয়ার ছলনায় হয়েছে সব বিবর্ণ
চকচকে হোক সব যন্তর।


শুকনো নদী পথ ফিরে পাক যৌবন
পলিতে ভরুক শষ্যক্ষেত,
জমিন আবাদী হোক-হোক সব সুখী
জনপদ গড়ুক অনিকেত।


স্বপ্নচারী মানুষ মেতে উঠুক উৎসবে
জাগাক সবার মনে আনন্দ,
আবার ফিরে আসুক সুন্দর পরিবেশ
সুর ফিরে পাক নিখুঁত ছন্দ।