একটু একটু প্রেম, একটুসখানি সুখস্বপ্ন
পূর্ণিমার চাঁদ জোছনা ছড়াতে বুঝি মগ্ন,
যে জন স্বপ্ন দেখে, সেইতো প্রেম করে
আসমানও পাগলপারা হয় তারই তরে।


প্রাগৈতিহাসিক প্রেম-ইতিহাস যার মুখে
হাজার বরষের শ্রাবণ ঝরছে যার চোখে,
আগুনের নদী পাড়ি দিয়ে এলে স্বর্গসুখ
ভোলে ঐতিহাসিক দহনের নির্মম দুখ।


প্রলয়ের আগে প্রদীপ নিভলেই সর্বনাশ
হিমেল প্রাতে মিষ্টি রোদ্দুরে জাগে আশ,
মিলনের আল্পনা আঁকে প্রেমের উচ্ছাস,
মনোমাঝে স্বপ্ন ছড়িয়ে দেয় সুখবিলাস।


নিসর্গ মন্থনে জীবন্ত হয় পাথরের প্রাণ
প্রসূতিপৃথিবী প্রসব করে অমৃতের ঘ্রাণ!
বিনিদ্র রজনী আরশির আড়ালে লুকায়
অতঃপর হাসে ভালবাসার নন্দিত জয়।