সঙ্কটে বন্ধুহীন আমার রুদ্ধ স্বদেশ!
কড়ির অন্বেষণে ঘুরে দেশ-বিদেশ!
স্তাবকও ঘুরে কিছু পাবার আশায়!
অথচ, কি আষ্ফালন রুক্ষ ভাষায়!
নিজেকেই ভাবে শুধু অতন্দ্র প্রহরী!
যদিও কাটায় ক্ষণ করে জারিজুরি!
টুটবে মিলনমেলা বেলা হলে শেষ,
মানবতার ভাবনা হয়েছে নিঃশেষ!


হিসাবের খাতার হবে পুনঃপ্রবর্তন;
জনতা জানাবে কাদের অভিনন্দন!
একটু প্রসাদের আশা, ধরায় নেশা
যদিও নেই তাদের, তরণীর পেশা!
আবারো উঠতো যদি, নতুন সুরুজ
হতো না আর তারা নির্বোধ-অবুঝ।