তোমরা রচেছো বিজয়ের ইতিহাস;
তোমরা এ জাতির স্বীকৃত মহাবীর,
তোমাদের অবদান রবে চির অম্লান
উন্নত রবে চিরদিন তোমাদের শির।


রফিক-সফিক-জব্বার-বরকত সবে
অকাতরে দিয়ে পাঁজরের তাজা রক্ত,
শিক্ষা দিয়ে গেছে ওরা, কেমন করে
দেশ করতে হয় জালিম থেকে মুক্ত।


জুলুম-শোষণ! যতদিন চলবে সতত
থামবে না ততক্ষণ, হৃদের রক্তক্ষরণ,
তাইতো যুগে যুগে শহীদরা করেছেন
স্বীয় স্বার্থ ত্যাগ করে, শাহাদত বরণ!


জালিমের দল হবে না শুদ্ধ কোনদিন;
স্বার্থোদ্ধারে সবাইকে, করবে শোষণ!
ওরা বোঝে না সকলের, দুঃখ কখনো
ভাবে, আর বুঝি ওদের হবে না মরণ!


জাগো জনগণ, চিন্তাকে তীব্রতর করে
হিসাব করতে হবে, তাঁদের প্রত্যাশার,
প্রবঞ্চিত হয়ে আর কতক্ষণ বেঁচে রবে
বুঝে নাও এবার সমস্ত! দিও না ছাড়।