একুশ-আঠারো মাঝে, প্রেমের তুফানে-
কি দারুন লীলাখেলা স্রোতের উজানে!
প্রকৃতির সাথে সে কি করে মাতামাতি!
নিন্দুকের বাঁকাচোখে পড়ে রাতারাতি!
তারুণ্যের ভারী ঝড়ে মানে নারে বাধা
দাঁড় টেনে ধেয়ে যায় ভাবে ওরা গাধা!
জোট বেঁধে অভাজন! রুখে দিতে চায়-
ওরা আরো বহুজোরে, প্রেমগীতি গায়!


এভাবে চলতে থাকে, ডামাডোল গাঁয়;
ঝামেলা চায় না কেউ, সুথ শান্তি চায়।
অবুঝে মানে না কথা! করে হট্টগোল!
বনানীর কোলে বসে খায় তারা দোল!
অবশেষে ভালোবাসা পেয়ে গেল জয়!
বেলাশেষে ভ্রমাত্মকে, মানে পরাজয়।