পাকিস্তানের কারাগারে
বাংলা ছিল বন্দী,
বাংলা মায়ের দামাল ছেলে
করল না কেউ সন্ধি ।


রাষ্ট্র ভাষার স্বীকৃতিটা
জুটলো না তার ভাগ্যে,
বীর বাঙ্গালী ভাঙলো আইন
নামলো মহাযজ্ঞে ।


জালিম শাসক ছুঁড়লো গুলি
মিছিলকারীর বুক জুড়ে,
লেখা হলো নতুন কথা
ইতিহাসের পাত ভরে ।


রফিক, সালাম, জব্বার, বরকত
শহীদ হলেন রাজপথে,
মুক্ত হলো বাংলা ভাষা
নতুন সূর্যোদয়ের সাথে ।