আজ আবারো দাঁড়িয়েছি সেই চৌরাস্তার মাঝে;
যেখানে দেখেছিলাম সজ্জিত আলোর ফোয়ারা,
শুনেছিলাম জয় বার্তা, অমরত্মের আশ্বাস বাণী!
পেয়েছিলাম বিস্তর হাততালি আর শক্তি-সাহস।
চারদিকে ফুলের সুগন্ধ, রাতে ছিল পূর্ণিমা চাঁদ;
কত কথা-কত প্রসন্নতা, ছিল না দুর্দশা-বেদনা।
মোহনায় ছিল সেতুবন্ধন! অফুরন্ত ভালোবাসা!
কালো মেঘের ছিল না বজ্রনাদ-খেলতাম পাশা!


কিন্তু আজ মনে হয়, সব ছিল আলেয়ার খেলা!
ছিল মরীচিকা, ছিল ছলনা, ভোজবাজির মেলা!  
আজ আর স্বপ্ন নেই, ধোঁয়াশায় কাটে না বেলা!
জয়গানে মুখরিত হয় না, সেই স্বপ্নময় আঙিনা!
আজ শুধু নৈরাশ্য আর বিরহের ছন্দহীন যন্ত্রণা!
চতুর্দিকে শুধু, তারকা পতনের নিরানন্দ গঞ্জনা!