ভলোবাসার জন্ম হয় হৃদয়ের মাঝে
উপহার দেয় তারে, যারে প্রিয় বুঝে।
সে যদি গ্রহণ করে, হয়ে যায় প্রেম!
দু’জনেই দুজনারে ভাবে যেন হেম!
প্রেমের বন্ধনে তারা বাধা পড়ে যায়
উভয়েই-উভয়রে কাছে পেতে চায়।
দু’জনেই শুরু করে, ক্ষণের গণনা!
যদিও সময় যায়, মন তা বোঝে না!


অতঃপর শুভক্ষণে, হয়ে যায় বিয়ে,
ভালোই কাটতে থাকে সুখদুখ নিয়ে;
মাঝে-মধ্যে খুনসুটি বাড়ে-অভিমান,
আহা! কি মধুর প্রেম, আল্লাহ্’র দান।
দিন শেষে রাত হয়, আসে কত স্বপ্ন,
সন্তানাদি এলে ঘরে সুখে কাটে লগ্ন!