ভালো যারা ছিল তারা
আজ কেউ নাই,
রয়েছে যারা তারা শুধু
করে খাই খাই!

খেয়ে খেয়ে বাড়ে ভূঁড়ি
মিটে নারে ক্ষুধা!
যা বলে তা করে নারে
নেই মোটে মেধা!


দিনেরাতে স্বপন দেখে;
আর নেই কাজ,
নিজে নিজে সেরা ভাবে
নেই কোন লাজ!


ওরা অন্যের ক্ষতি করে
নিজের চায় ভালো,
ওরা আঁধারের মহারাজা
চায় না রে আলো!


দেশ-জাতি হারাবে আশা
এরা না হলে মানুষ,
মহাশূন্যে উন্মুলিত হবে
যেমন যায় ফানুস।