টালমাটাল পৃথিবীর মাঠ জুড়ে চলে খুনের মহড়া!
শুরু হবে অচিরেই খোলা ময়দানে চরম ফাইনাল!
পোষ্টমর্টেম করারও আর বাকি রইবে না কেউ!


প্রথম আসমানের আকাশ গঙ্গায় মাইক্রোস্কোপে
চোখ রেখে খুঁজতে হয় আমাদের অস্তিত্বের প্রমাণ!
কিন্তু আমরা ভাবি, আমরা বিশাল, অনেক কিছু!

মানব সৃষ্ট বাটখারা দিয়ে মাপতে চাই মহাবিশ্বকে!
অক্সিজেন মাস্ক নাকে লাগিয়ে চ্যালেঞ্জ করি স্রষ্টাকে!
এ শুধু হাস্যকরই নয়, চরম ধৃষ্টতা্ও বটে!


আসলে আমাদের ক্ষমতা কতটুকু?
একটি এস্টেরয়েডকে রুখে দেবার ক্ষমতা নেই!
অথচ, দাঁড়িয়ে আছি সম্ভাব্য এস্টেরয়েড বৃষ্টির নীচে
তারপরও আমরা ক্ষমতার চর্চা করি নির্দ্বিধায়!
প্রকৃত অর্থে এর নামই কি মূর্খতা নয়?