স্বপ্ন দেখে দেখে উজানে তরণী বেয়ে
যখনই এলাম আমি মুক্তির মোহনায়
আচমকা ঝড় এসে তছনছ করে দিল,
কেড়ে নিল জীবনের, সবটুকু পরিচয়!


পলকে হারালো আমার সুপ্ত সাধ যত
অতীতে যত কিছু, করেছিলাম অর্জন:
একটু বেহিসাবে দিলাম ভুলের মাশুল
আজ তাই শুনতে পাই, যন্ত্রণার গর্জন!


সময় তো এসেছিল সুখের বার্তা নিয়ে
হয় তো অদৃষ্ট আমার ছিল না সুপ্রসন্ন,
তাইতো ভেস্তে গেল যা ছিল অভিলাষ
অন্তে ভাবি বসে হয়েছি সদলে বিপন্ন!


অহমের মাত্রাটা হয়েছিল সীমানা পার
মোহটা বেশি ছিল লোভও ছিল অনন্ত!
স্রষ্টার অভিশাপে তাই রাস্তা হলো ভুল
তাই বুঝি আজ আমার তরণীটা ডুবন্ত!