তথ্যসন্ত্রাসের কাছে সম্প্রীতি হলো জিম্মি!
শেকড় ধরে মারলো শেষে হ্যাঁচকা টান!
আমি বাকরুদ্ধ! শোন হে মাটির সন্তান,
দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রিয়জন, হইও সাবধান!


নিকৃষ্ট প্রশ্নের সম্মুখীন তুমি নয় কি আজ?
অপবাদের বোঝা কেনই বা চাপিয়ে দেবে?
কারো শরীর থেকে সাক্ষীগোপালের উৎকট
দুর্গন্ধ ছড়িয়ে পড়লে জাতি শ্বাসরুদ্ধ হবে!


মনের গভীরে লুকিয়ে রেখেছিলি শয়তানী
এ মাটির সাথে করলি রে তাই বেঈমানী!
যেই কাননের কুসুম হয়ে তুই রঙ পেলি
সেই মাটিরই শত্রু হয়ে করলিরে দুশমনী!


মীরজাফরের নতুন মূর্তি হয়েছে দৃশ্যমান!
দেশদ্রোহিতার সংজ্ঞাটা কি গিয়েছো ভুলে?
সুপ্ত ভালোবাসার প্রতিদান এভাবেই দেবে?
তোমার অভিধানে ভালোবাসা কাকে বলে?