বহুদিন পর বাজিয়ে মাদল
দুয়ারে দেখি হাসছে বাদল!
এসেছো, করেছো ভালো,
বদনটা করো না কালো!
কেটে তো গিয়েছে খরা-
সঙ্গে করে এনো না জরা।
দিও না বেশি বেশি চাপ,
নিয়ে যেতে হ’বে শাপ!
ফুরিয়ে গেলে অভিপ্রেত
চলে যেও না খেয়ে ক্ষেত।
দিও না ঢেলে প্রতুল বৃষ্টি
না হয় যেন, প্লাবন সৃষ্টি;
অচিরেই চাই রবির উদয়,
ফুরফুরে থাকে যেন হৃদয়।
তবেই বলবো তুমি প্রিয়-
হাজার বছর ধরে জিয়ো।