আন্তরিক প্রেমিক তো সেই তারা,
বিচ্ছেদে যাদের চোখে অশ্রু ঝরে;
আত্মার শান্তি চেয়ে করে প্রার্থনা।
অসমাপ্ত ভালোকাজ করে সমাপন;
চায় তাঁদের পরকালে পরম শান্তি,
কল্যাণে চায় আল্লাহ’র অনুকম্পা।
ভালো কাজ করে চেষ্টা করে যায়-
ঢেকে দিতে প্রিয়দের সকল দোষ।


তারাইতো প্রিয়জনের আসল ভক্ত;
যারা নিষ্প্রভ মানুষকে ভালোবেসে
বিপদে জানায় তাদের সমবেদনা,
বিশুদ্ধ হয় পরিহার করে ভ্রান্ত পথ।
মুক্তি চায় আর্তের, গড়তে স্বদেশ-
মুক্ত হয় মানবতা, মুক্ত হয় দেশ।