ভাগ্যের চাক্কা ঘুরতে সময় লাগে না-
ঘুরে যায় মওলার একটুখানি ইশারায়।
চাইলেই দেখে নিতে পারো ইতিহাসের পাতায়।
ফকিরও বাদশা হয়, বাদশা লুটায় পথে-
যার ছিল না পরিচয়, সেও চলে রথে!
রঙ্গ-ব্যঙ্গ নয়, সত্য এভাবেই ইথারে ভাসে।
বর্ণিল জীবনও ক্ষণস্থায়ী হয়ে দৃষ্টান্ত রেখে যায়;
মানুষের মাঝে যারাই মানে, তারাই মূল্য পায়।


বিভেদ নয়, সত্য-মিথ্যার মাঝের দেয়ালকে
কি করে পান্থ তুমি করবে অস্বীকার!
মঞ্জিল সবারই এক, কোথায় পেলে এ ছক?
শেকড় থেকে ছিটকে পড়লে ক্ষতি হবে কার!
সময় বলে দিবে যখন, পাবে কি সময় আর,
পারবে কি আপন শেকড়ে ফিরতে আবার?