আজকের নিস্তরঙ্গ বিরামচিহ্নই আগামীকাল
রচনা করবে অধিক্ষিপ্ত ইতিহাস!
যার উন্মার্গে শুধুমাত্র অনাচারই বাড়বে না
বাড়বে অগণ্য বেওয়ারিশ লাশ!


স্তম্ভিত বিচারকরা হতাশা ব্যক্ত করে বলবে,
এতো সেই অমোচনীয় মহাপাপ!
যার কালিমায় কলঙ্কিত হবে আগামী বিশ্ব;
আসবেই মহাকালের অভিশাপ!


বিপ্রতীপ সমীরে নেই সৃষ্টির নন্দিত উল্লাস
জাগরণের অমিয় বাণী নিস্পন্দ,
হিমশীতল অনুভবে ঘটে যৌবনের অসম্মান
অহেতুক ভীরুতায় বাড়ছে দ্বন্দ্ব!


কালজয়ী বিপ্লবী অনুবিধি ত্রপায় মূর্ছা যায়
ঘনীভূত সঙ্কটে আশা ছন্দ হারায়!
আর কত নিশ্রাম! প্রহরের শুনি আহাজারি
ফিরে এসো সৃষ্টির অনিন্দ্য ধারায়।


সম্ভাবনার নিরন্তর অবঘাত নৈরাশ্য ছড়ায়!
অবচিত পল্লী নির্ঘুম রজনী কাটায়!
ওরা আশার আলো খোঁজে আঁধারের মাঝে,
নির্ভীক বিপ্লবীর বিজয় দেখতে চায়।