আমিতো আজও সেখানেই আছি,
যেখানে বেঁধেছিলে সুখ সাম্পান।
চেয়েছিলে তুমি এক শান্তির নীড়,
ছিলো না তোমার মনে অভিমান;
আমিও এসেছিলাম ভোরের রোদে-
তুমিও হেসেছিলে খিল খিল করে!
আমার কাছে ছিলো অফুরন্ত স্বপ্ন,
বিলিয়েছিলে প্রেম গোধূলি বেলায়।

অথচ, সাঁঝ না হতেই ঘটে গেল
জলোচ্ছাস! ভেসে গেলাম দুদিকে!
যদি তুমি এসে না পাও আমায়;
তাই তো বসে আছি পথ চেয়ে!
আর কত প্রহর গেলে হবে সময়-
আমার স্বপ্ন নীড়ে ফিরে আসার।