অগনিত লোক খুঁজে পরশ পাথর;
ঘৃণা ছুঁড়ে দিলো কিছু শয়তান বালক!
যতই ভাবিস নিজে, বড় বাহাদুর!
তোর চেয়েও দামী তাঁর একটি পালক।


কোথায় জন্ম তোর কিবা পরিচয়!
কয়জন আছে তোর, রাখে রে খবর?
বিষাক্ত ধুতুরারে কে করে আদর!
হয়ে যাবি ধূলিকণা, যখন হবে কবর।


বেফাঁস জবান তোর খাবে মাকড়,
প্রমাণ দিয়েছিস তুই অপবিত্র বেয়াদব!
অহঙ্কারে অন্ধ হয়ে ভাবিস রাঘব!
আসলে নালার কীট তুই, বোকা গর্দভ!


সঙ্গদোষে হ’লো তোর মহাসর্বনাশ!
কেন তুই চালাতে গেলি এই ঘৃণ্য চাল?
জীবনটা বৃথা গেলো ওরে জঞ্জাল!
আগুনের শিখায় জ্বলবি তুই অনন্তকাল।