জ্ঞানের প্রদীপ যদি, নাই জ্বালো বুকে
আঁধারে হারিয়ে যাবে, রইবে না সুখে।
কোরানের বাণী থেকে, তাকে নাও খুঁজে
হাদিসের ব্যাখ্যা দিয়ে, নাও তারে বুঝে।
ইসলাম গ্রহণের পূর্বে, ছিলেন আলাদা,
অতঃপর দলেবলে দিলেন শাহাদা!
নবীজীর সাথী হয়ে, হলেন সাহাবা;
তাঁর তরে সবকালে, রয়েছে বাহবা।


ইতিহাস পড়ে দেখ, নেই তাতে ভুল;
খোদার আশেক যাঁরা, থাকেন ব্যাকুল,
সত্য পথের পথিক, হারান না পথ;
কোরানের আলো পেয়ে থেকেছেন সৎ।
এপারে-ওপারে যদি, হতে চাও মানী;
ভাল করে কষে ধরো, কোরানের বাণী।


বিঃদ্রঃ শাহাদা=স্বাক্ষ্য। শাহাদা ইসলামের প্রথম স্তম্ভ। (কলেমা তাইয়্যেবা ঃ- লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসুলুল্লাহ্(সা:)’র বিপ্লবী ঘোষনা দেওয়া)


সাহাবা=নবীজীর "সহগামী”