শতবর্ষ আগে যারা খুয়েছিলো পথ-
তাদের উত্থানে কারো বাড়ল বিপদ!
আচমকা থেমে গেল প্রাকৃতের গতি!
অনেকের হয়ে গেল হিসেবের ক্ষতি!
ছিন্নভিন্ন হ’লো কারো রঙিন হৃদয়!
ভিতিকর কতো কথা হইলো উদয়!
লোভনীয় স্বপ্ন কতো হ’লো পয়মাল
মুছে গেলো প্রেমপ্রীতি-সব মায়াজাল!


শুরু হ’লো নব বিধি নব-অভিধান;
সমাপিত হ’লো সেই ঘৃণ্য অভিযান!
অতঃপর হয়ে গেলো ভ্রমের পতন।
আবার সূচনা হ’লো সত্যের সাধন
অত্যাচার-অবিচার পালাবে সুদূরে
রণিত হবে আজান মোহনীয় সুরে।