গরিবের বউ না কি সকলেরই ভাবী,
যার খুশি সেই এসে করে বসে দাবী!
মাঝে মাঝেই ওরা সব করে দরবার;
কেউ বলে তোরা কারা, স্বপ্ন আমার।


আহারে মক্ষীরানী সুখের এ চাকখানি
ছাড়তে চায় না মন! ধরে রাখে টানি;
লুটেপুটে খায় কারা, কারা টানে ঘানি
সাজানো বাগানে যেন সেরা ফুলদানি।


মধুলোভী বনবাসীরা আসে ঘুরে ঘুরে,
কেউ নিয়ে যায় মধু কেউ দেখে দূরে!
শ্রমিক মাছিরা শুধুই, করে হায়! হায়!
ধোঁয়ার আক্রমনে তারা জীবন বাঁচায়!


কালে কালে চলে হায়! দখলের খেলা;
জোর যার সবই তার কেটে যায় বেলা,
যার ঘোড়া, তার ঘোড়া নয়! চড়ে বর্গী
কেড়ে ছিঁড়ে নিয়ে ওরা, হয়ে যায় স্বর্গী!