হালাল হারাম নেই ব্যবধান
স্বপ্ন নিয়ে ব্যস্ত সব,
দুনিয়াদারী নয় বেশি দিন
ভুলে গেছি, হবো শব!


কার জমিনে কে করে চাষ
অন্ধের মত করি কাম!
কোন্ ফসলের কে যে মালিক
ভুলে গেছি দাতার নাম।


আর কত দিন থাকবো হেথা
কেউ কি জানি সেই কথা?
জুলুম করলে ছাড় পাবো না
কারোর মাথায় নেই ব্যথা!


আপন জনের নেই না খবর
ব্যস্ত থাকি সব ছেড়ে!
সেদিন আমার কেউ রবে না
যেদিন থাকবো কবরে!


আল্লাহ্ নবীর দোষ করি খোঁজ
নিজের হিসেব কষি না!
জ্ঞান গরিমার অহম দেখাই
করে নানান বাহানা!


হাদিস কোরআন নিয়ে করি
কত রকম তামাশা!
সসীম জ্ঞানীর অসীম দম্ভ!
দিলের মাঝে হতাশা!