মুক্ত জীবন করতে যাপন, কত না ভালই লাগে
সুখের সাগরে তৃপ্তি লভিতে হৃদয়ে কামনা জাগে,
ইচ্ছের সাথে বনিবনা হলে নিয়মের বাধা কেন!
জোছনার সাথে কাটাবো রজনী সুধার পরশে যেন!
ফেলে আসা দিন, ছিল যে রঙিন, মনে ভাসে সেই স্মৃতি
আহারে শ্রাবণ! এনেছে প্লাবন মধুময় প্রেম গীতি,
অনুভবে যবে প্রেয়সীর কথা বারে বারে উঁকি দেয়
যৌবন জ্বালায় খোঁজে অভিসারী রতি প্রীতি কেড়ে নেয়!


ভোগের বাজারে কিসের অভাব, পরকাল ভাবে বোকা!
হায়রে মানুষ! করে না তো ভয়, শয়তান দেয় ধোঁকা!
দর্শন বিতর্কে অপরাজিতের স্বাদ চায় সদা ওরা
অগোচরে করে কত অপরাধ, মুখে দাবী করে সেরা!
ভুলের মাশুল দিতে হবে জেনো, জীবন অমর নয়;
সেদিনের তরে ভাবো কিছুক্ষণ, সেটাই আনবে জয়।