ছন্দহীন জীবন যখন, মন্দ রসে ডুবে যায়
অন্ধের মত চলতে গিয়ে পান্থ দিশা হারায়!
প্রসন্ন কানন থেকে ছিটকে পড়ে উলুর গাঁয়
এমনি করে অজস্র জনে সুরহীন গান গায়!


স্মৃতির পাথারে ভেসে কেটে যায় বাকি দিন
উদাসী মেঘের দেশে মিশে যায় আলোহীন!
আঁধারে হাতড়ে মরে, যেন অসহায় অর্বাচীন
কালের স্বাক্ষী যেমন যাদুঘরে রয় অন্তরীণ!


ইতিহাসের পাতায় পড়ে স্তব্ধ হয় বিশ্বলোক
ঘৃণায় ফেরায় মুখ, উন্মোচন করে না শোক!
হাজার বছর পরেও সবার কপালে উঠে চোখ
ফেরাউনও হার মানে, হার মানে কল্পলোক!