রাতের আঁধারে যারা থাকে অভদ্র-উন্মাতাল-
সেই ওরাই দিনের আলোয় চালে অন্য চাল!
ওরা উত্তাল, টাল-মাটাল তবুও বিছায় জাল!
ওরা সাধু সেজে মধুর নামে পান করে ডাল!
স্বাধীনতার বুলি ছড়িয়ে কামায় অবৈধ মাল!  
ওরা কি সত্যি মানুষ, না অন্য জাতের পাল?
যদি মানুষই হয় তবে কেন ওদের এই হাল!
আবার বলাও যাবে না, উঠাবে পিঠের ছাল!


বাদবাকি নাকি সব অবাচ্য-অশ্রাব্য কাঙ্গাল!
ওদের কারণে না কি আসে, অশনি আকাল!
প্রতিবাদ করলে তারা না বুঝেই মারে ফাল!
করে নির্মম আঘাত! দেয় অকথ্য গালাগাল!
ওরাই সুরা পান করে অন্যকে বলে মাতাল!
সময় এসে শেষে ধরবে কষে, হবে বেতাল!