দোলাচল ঝেড়ে ফেলে হামাগুড়ি দিয়ে দিয়ে
পাড় ভাঙ্গা তটে প্রতীক্ষায় থাকে অহমিকায়!
সাত-পাঁচ না ভেবেই চড়ে বসে ফুটো নায়!
ফুঁসে যদি উঠে নদীর ঢেউ দামাল হাওয়ায়
হয়তোবা হবে না কারো এতটুকু আফসোস!
সলিল সমাধি হবে, ইতিহাস নিবে না দায়!
মনের মনিকোঠায় রবে না কোন স্মৃতিচিহ্ন;
মুছে যাবে খতিয়ান নম্বর সবগুলো মৌজায়!


ওরা এমনই, বিচলিত নয়! নেই বোধোদয়;
নির্বিবাদে হরণ করে সর্বদা সবার অধিকার!
আশংকা জাগে না তবুও কঠিন হৃদয় মাঝে
যদিও যমদূত হামলে পড়ে শিকড়ে বারবার!
রূপালী চাঁদের দেশে সব কিছু নিজের ভাবে
বোঝে না অবনী ঠুনকো, জীবন তো বেকার!