তাগুতী শাসনের অধীনে চলি এঁকে আল্পনা!
এখানে প্রশান্তির হিমেল হাওয়া শুধু কল্পনা!
চাকচিক্যময় এই পর্নসভ্যতা মূলত মূল্যহীন;
যখন আর র'বে না মানুষের মাঝে সত্য দ্বীন।
অবাক বিস্ময়ে দেখে যাই, সততার পরাজয়!
অথচ তারা সব নির্বিকার! যাদের ছিল দায়!
সত্যের পক্ষে-অঙ্গীকার করার নেই উচ্চশির।
নিমগ্ন সবে ভোগের মোহে! নেই ত্যাগী বীর।
আদিখ্যেতায় গা ভাসিয়ে, করছে তেলবাজি!
বিচিত্র সাজে সেজে বলে-ওরাও নাকি হাজী!
দ্বীনের বিধান করলে হাজির হয়রে নাখোশ!
কথায় কথায় ধরতে থাকে কত রকম দোষ!
স্বপ্ন দেখায় হাজার রকম, পেতে কারো মন,
দিতে থাকে হাজার-কোটি, পকেট ভরা ধন!