দ্বিচারিতায় জন্ম হয় অতি সঙ্কটের!
বিপক্ষ চিনে নাও! উৎসব রোধের;
আলোক লতার মত, ঝুলছো শূন্যে-
আশান্বিত থাকে শত্রু প্রতিশোধের!


যারা থুব বেশি চায় চাহিদা পূরণে!
অযথা-অকারণে পড়ে যায় বিপদে!
গুনে গুনে বুঝ চায় সুবিধা মাফিক,
ভুল হণ্টনে, প্রাণহানী ঘটে শ্বাপদে!


আসল-নকল বোঝা বড়ই মুসকিল,
কৌশলের গরমিলে হবেই পরাজয়!
জবানে লাগাম টেনে হতে হবে হিম,
তবে হবে হৃদয় জয় আসবে বিজয়।


অন্যথা হলে তার পড়বেই খাদে পা
পাথরে চাপা পড়ে যাবে আম-ছালা!
সময়ে ফিরলে হুঁশ, হবে না বেতাল;
মিলবে প্রশান্তি; মন হবে না উতলা।