মা কারো চিরদিন এ জমিনে থাকে না;
তবে, হৃদয় মাঝে সৃষ্টি করে এক অমোচনীয় শূন্যতা!
যা, স্মৃতির বৃষ্টি হয়ে নিয়ত ভিজিয়ে দেয় চোখের পাতা!
সেখানে থাকে না কোন কৃত্রিমতা, থাকে না লোকলজ্জা।
বাদলের বর্ষণ যেমন ছড়িয়ে দেয় আবেগের প্লাবন,
তেমনি ব্যথার ছায়া অন্তর জুড়ে করে শোকের মাতম!


বিদেহী আত্মা তাঁর মমতার আঁচলখানি পেতে দেন!
কাছে ডাকেন নিরন্তর আদর করে, হাতের ইশারায়!
মাঝে মাঝে ভাসে এসে মনের ক্যানভাসে নিরালায়!
স্মৃতির পাতাখানি একে একে তুলে ধরেন সযত্নে-
যেন, কাছে বসে শুনিয়ে দেন স্বপ্নময় সুবচনে
শৈশব, কৈশোর, তারুণ্যের বর্ণালী উপাখ্যান।


হে মহান, কৃতঘ্ন করো না আমায়, অহমিকায়!
আমি মায়ের সান্নিধ্য চাই আজীবন, যেমন দৃশ্যমান!
আমার বাসরে তাঁরে রেখো খুব কাছে কাছে অম্লান;
আমি পেতে চাই অগোচরে তাঁরই ভালোবাসার-সুঘ্রাণ।