খোদার বিধান করে অপমান
ওপারে পাব না মুক্তি,
হে মহান প্রভূ, দাও না আমায়
লোভ দমনের শক্তি।


মোহ সঙ্কটে মানব হৃদয়!
করি না তোমায় ভক্তি,
স্বার্থের তরে তুলে ধরি সদা
ধরণী জয়ের যুক্তি!


শেষ বিচারের করি না পরোয়া
ক্ষমতার মহা দম্ভে!
সীমা ছাড়ালেই ধরবেন খোদা
পস্তাবো কড়া দন্ডে।
      
বিকেলে আসিয়া সন্ধ্যার কালে
চলে যাব দলে বলে,
শেষ গজবের চাই না শাস্তি
অবনী প্রেমের ভুলে।


মহা সঙ্কট দাঁড়িয়ে সমুখে
তবুও করি না ভয়!
পরকাল ছেড়ে পৃথিবীকে যেন
না চাই করতে জয়!