নিজেদের মত করে পালন করি আমরা “ইচ্ছাধর্ম!”
স্বার্থের প্রয়োজনে ব্যবহার করে বানাই তারে বর্ম!
কখনো ভুল ব্যাখ্যা দিয়েও হয়ে যাই বিশাল হুজুর,
মনের মত না পেলে আনুকূল্য! ভয় দেখাই জুজুর!
ইচ্ছাধর্ম করলে পালন, জমিন জুড়েই মিলবে সুখ!
ইচ্ছেমত করবে আনন্দ লাগবে না ভয় ভরবে বুক।
আইন-বিধান জানলে বেশি, অহম এসে করে ভর;
খামখেয়ালীতে বাড়িয়ে দেই অকারণে নিজের দর!
প্রভুর কালাম বিক্রি করে, গুছিয়ে তুলি আপন ঘর,
হতে থাকি অর্থ পিশাচ ভুলেই যাই কে আপন পর!
মানবতার ধার না ধেরে হতে থাকি পামরের দাস!
করতে থাকি অবিরত আলো ছেড়ে আঁধারের চাষ!
অবশেষে প্রমাণ করি, নিজের ঈমান করেছি নাশ!
তারপরও ভাবতে থাকি আমিই প্রভুর আপন-খাস!