মনের মাঝে বইছে তুফান
চলছে তরী পথটি উজান,
ডুবলে তরী থাকবে না প্রাণ
দেখবি তখন কঠিন মিজান!


রাগ-বিরাগে কাটলো জীবন
মানলি শুধু নিজের বিধান,
অযুত মানুষ করলি নিধন
চিনলি নারে হাদিস-কোরান!


দম্ভ-মোহে অন্ধ হয়ে
ঘর গোছালি জয়-বিজয়ে,
আঁধার এসে ঘিরবে যখন
চমকে যাবি যমের ভয়ে!


শুনলি না রে দ্বীনের প্রচার
জীবন ভরে রইলি বধির,
রঙ মহলের চাবির তরে
সুখের নেশায় হইলি অধীর!


দেখলো মানুষ তোদের আচার
সত্য-মিথ্যা নাই রে বিচার!
বুঝবি তখন সবই যখন-
রইবে না জোর তোর চাপার!