প্রযুক্তি স্বপ্নকে বাড়িয়ে দেয় সীমাহীন;
ব্যর্থতা বলে কিছু মানে নারে প্রজন্ম,
দীনহীন বেশে আর রবে না আজন্ম,
সুখের স্বর্গ গড়ে রবে সেথা চিরদিন!


মৃত্যুকে জয় করে চিরজীবী হতে চায়
ক্ষমতার মোহ তাই উন্মাদ করে দেয়,
অর্থের বিনিময়ে প্রেমপ্রীতি কিনে নেয়
সমাজের শান্তির নেয় না কোন দায়!


আশা করে বাসা হবে ভিনগ্রহে একদিন
সে কারণে পৃথিবীর ধারে না সে ধার!
ঢের টাকা চাই বলে সবুজ করে উজাড়
নেই তার দয়ামায়া, বোঝে না রক্তঋণ!


বুলেট-খঞ্জরে হায় কেড়ে নেয় কত প্রাণ!
স্বার্থ উদ্ধারে ওরা চিনে না আপন-পর
ঠান্ডা মাথায় কেটে কুটি কুটি করে ধর;
আধুনিক সভ্যতার এটাই কি অবদান?


জ্ঞানের বড়াই করে ছুঁড়ে দিলে ইসলাম!
অথচ, খোদার মারে পড়ে মরো জমিনে,
জানো কি পরিণতি! কি আছে জীবনে?
ক্ষমা চেয়ে তাঁর কাছে শক্ত কর ঈমান।