শুধু আবেগ দিয়ে রাজনীতি হয় না;
সাথে চাই বস্তুনিষ্ঠতার প্রামাণিক দলিল।
দলকানার মত যারা করে অর্বাচীনের মত
দম্ভোক্তি, কটুক্তি আর অশোভন খিস্তি খেউর!
তারাই বাজায় আপন স্বার্থে দলের বিদায় ঘন্টা!
তাদের নষ্টামীকে যারা অবিবেচনায় প্রশ্রয় দেয়,
সেই সব নেতৃত্বও পরিচয় দেয় অপরিপক্কতার!

অতীত এবং বর্তমান অনেকটাই পরিস্কার হলেও
ভবিষ্যৎ আমাদের কাছে স্বচ্ছ এবং নিশ্চিত নয়।
কেউ জানি না, গতিপথ কোনদিকে এগিয়ে যায়,
শাক দিয়ে কি সর্বদাই মাছকে ঢেকে রাখা যায়!
উত্থান-পতনের খেলা থাকবেই, অসম্ভব তো নয়;
তবে, সত্য থাকে না বেশিদিন ধোঁয়াশায় ঢাকা,
আর, ফয়সালা হলেই তো ঘুরে যায় চাকা!