কষ্টের প্রকোষ্ঠে কত রবো বন্দী!
দেখি দুঃখ আমার সারি সারি!
আঁধার থেকে আসুক সোনালি রোদ,
চৈতন্য এসে জাগিয়ে দিক সুপ্ত বোধ।
নীতি-নৈতিকতার হোক পুনরাবর্তন।
দেশ-জাতি ফিরে পাক বিশুদ্ধ পথ।
হৃদয়ে আবার আসুক খুশির বন্যা।
স্বপ্ন সত্য হোক, হোক না অনন্যা।


নিরন্তর ঘুরপাক খাই গোলকধাঁধায়!
বুঝি না সত্য-মিথ্যার মিহি ফারাক!
হেঁটে যাই বার বার ভ্রান্ত পথ ধরে,
সবাই বলতে চায়, শুধু তারা শ্রেষ্ঠ!
অথচ, ইতিহাস চলে স্বীয় পথ বেয়ে-
অভীষ্ট লক্ষ্য বলে নেই কিছু যার।