ভারসাম্যহীন এই বিশ্বে কেউ যখন
ইচ্ছেমত খুন ঝরিয়ে করে মহাউল্লাস!
তখন কেউ আবার সংযমী হতে প্রেরণা যোগায়!
কে জানে সেখানে আবার কি খেলা লুকিয়ে আছে!
তবে, ধপ করে যদি জ্বলে উঠে চেতনার লন্ঠন-
ছড়িয়ে পড়ে যদি সেই আদর্শের মহাবাণী,
আলোকিত হয় যদি কারো হৃদয়ের উঠোন;
আবারও যদি মহাশূন্যে ডানা মেলে আবাবিল-
বিকৃত লাশের পাহাড় হতে পারে মহাবিপদের কারণ!
দু’পা পিছিয়ে তিন পা এগুতে নেই তো বারণ,
রণকৌশলে থাকতেই পারে বৈচিত্রকরণ;
তার মানে নয়, চিরতরে পরাজয় বরণ।